হাওজা নিউজ এজেন্সি: ইমাম হুসাইন (আ.)’র কিছু মূল্যবান বাণী নিম্নরূপ:
১. সালাম দেওয়ার মধ্যে ৭০ টি সওয়াব আছে তার মধ্যে ৬৯ টি সওয়াব যে সালাম দিবে তার জন্য এবং ১ টি সওয়াব যে উত্তর দিবে তার জন্য।
[তুহাফুল উকুল, পৃষ্ঠা-২৪৮]
২. প্রকৃত কৃপন সেই ব্যক্তি যে সালাম দিতেও কৃপণতা করে।
[তুহাফুল উকুল,পৃষ্ঠা-২৪৮]৩
৩. যে ব্যক্তি চায় তার মৃত্যু যেন দেরীতে আসে এবং তার রিজিক বৃদ্ধি পায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।
[ঊয়ুনু আখবারির রেজা- ২/৪৪]
৪. সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হল ঐ ব্যক্তি যে সম্পর্ক ছিন্নকারীর সাথেও সম্পর্ক রক্ষা করে চলে।
[নুজহাতুন নাজের, পৃষ্ঠা- ৮১]
৫. যে ব্যক্তি তোমাকে ভালোবাসে (অর্থাৎ যে তোমার দোস্ত), সে তোমাকে মন্দ ও গুনাহের কাজ থেকে বিরত রাখে; আর যে তোমার প্রতি শত্রুতা পোষণ করে, সে তোমাকে মন্দ ও গুনাহের কাজে উৎসাহিত করে।
[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৮, পৃষ্ঠা- ১২৮]
আপনার কমেন্ট